আওয়ামী লীগের প্রভাব দেখিয়ে ফ্লাট ভাড়া নিয়ে দখলের অভিযোগ
- আপডেট সময় : ০৭:৩৫:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪ ৫৭ বার পড়া হয়েছে
রাজধানীর উত্তরায় ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে দখল করার চেষ্টা করেন এমন অভিযোগ উঠেছে মুজিবুর রহমান মজনুর নামে । ২০১৭ সালে ফ্লাট মালিক জাবেদ আলীর কাছে থেকে উত্তরার ১৪ নং সেক্টরে ১০ নং রোডের ৪ নং বাড়ির ৩য় ও ৬ষ্ঠ তালার ভাড়া নিয়ে থাকতে শুরু করেন মুজিবুর রহমান মজনু মিয়া। কিন্তু ২০২১ সালে মারা যায় ফ্লাট মালিক জাবেদ আলী।
জাবেদ আলী মারা যাওয়ার পর জাবেদ আলীর ভাতিজা ফয়সাল হারুন জিতু ভাড়াটিয়া মজিবুর রহমান মজনু কাছে ভাড়া চাইতে যান । টাকা চাইতে গেলে মুজিবুর রহমান মজনু জানান তার চাচার কাছ ফ্লাট দুটি কিনে নিয়েছেন। তখন ফ্লাট মালিক জাবেদ আলীর ভাতিজা ফয়সাল হারুন জিতু কিনে নেওয়ার কাগজ পত্র দেখতে চাইলে ভাড়াটিয়া মজিবুর রহমান কোনো কাগজপত্র দেখাতে পারেননি। উল্টো ঢাকা সিটি কর্পোরেশনের মেয়রের আত্মীয় পরিচয় দিয়ে বিভিন্ন রকমের ভয় ভীতি প্রদর্শন করে হুমকি দেন।
এ বিষয়ে ফয়সাল হারুন জিতু বলেন, ওয়ারিশ সূত্রে এই ফ্ল্যাটের মালিক আমাদের পরিবারের সকলেই। আমার চাচা জাবেদ আলী ও দাদী মারা যাওয়ার পরে, ওয়ারিশ সূত্রে ফ্লাটের মালিক আমার বাবা ও ফুফু। এই সম্পদ আমাদের এখনো বন্টন হয়নি তাহলে বিক্রি হবে কিভাবে।
জিতু আরো জানান,ভাড়া চাইতে গেলে আমাকে নারী নির্যাতনের মামলা ও মেরে ফেলার হুমকি দেয় আমি ও আমার বাবা মা সহ পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি । ৫ ই আগস্ট স্বৈরাশ শাসক সরকার পতনের পরে থেকে মুজিবুর রহমান মজনুর অবশ্য খোঁজ পাওয়া যাচ্ছেনা, এ বিষয়ে মজিবুর রহমান মজনুর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ দেখা যায়।