স্মার্ট এগ্রোর কর্মকর্তাদের নামে বিভিন্ন অভিযোগে মামলা
- আপডেট সময় : ১০:৫৮:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪ ৩৭ বার পড়া হয়েছে
গাজীপুরের গাছায় বিভিন্ন অপকর্ম-অপরাধের অভিযোগে মামালা করা হয়েছে স্মার্ট এগ্রোর চেয়ারম্যান হাসান ইমাম ও ম্যানেজার শহিদ মন্ডলের নামে। অভিযোগ অবৈধভাবে বাউন্ডারিওয়াল নির্মাণ, সরকারি খাল, কৃষিজমির পাশাপাশি সাধারণ মানুষের বসতভিটা দখল করে হাসান ইমামের মালিকানাধীন কোম্পানী ‘নীর’। অবৈধভাবে বাউন্ডারি ওয়াল নির্মাণ বন্ধে গাজীপুর গাছা থানায় বার বার মৌখিক ও লিখিত অভিযোগ দিলেও তদন্ত করে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। অভিযোগ আছে টাকা পয়সা ও ফ্যাসিস্ট আওয়ামী সরাকারের ছত্রছায়ায় তারা ছিলেন বেপরোয়া ও প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে। গাজীপুরের গাছা এলাকার ৩৬ নং ওয়ার্ডের পলাশুনা মৌজায় সরকারি খালের পাশে অল্প অল্প জমি কিনে বেশীররভাগ জমি দখল করে বাউন্ডারি ওয়াল নির্মাণ করে তারা এমনটাই দাবী অনেক জমি মালিকের।
জমির সাধারণ মালিকরা বলছে আইনি জটিলতা এড়াতে নীর নাম পরিবর্তন করা হয়েছে। বর্তমানে নাম পরিবর্তন করে ‘স্মার্ট এগ্রো’ সাইনবোর্ড লাগিয়ে রেখেছে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মালিক হাসান ইমাম। কৃষি জমি ও গ্রাম রক্ষার্থে সাধারণ মানুষের পক্ষ হতে গাজীপুর জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেয়া হয়েছে। কিন্তু তাতে কোন লাভ হয়নি। এতে এলাকার সাধারণ মানুষ চরম হতাশাগ্রস্থ ও ভয়ে ভয়ে দিন কাটাচ্ছে। ভুক্তভোগীদের একজন রমজান আলী বলেন, দীর্ঘ ২৫ বছর যাবৎ আমরা এই এলাকায় বসবাস করে আসছি। আমার স্ত্রীর জমি তারা দখল করে নিতে চাচ্ছে। আমরা এর প্রতিকার ও ন্যায় বিচার চাই প্রশাসনের কাছে কাছে।
এ ব্যাপারে স্মার্ট এগ্রোর চেয়ারম্যান হাসান ইমাম ও ম্যানেজার শহিদ মন্ডলের সাথে একাধিকবার কথা বলতে চাইলে তারা কথা বলতে রাজী হননি। বর্তমানে তাদের মোবাইল বন্ধ।