কারিগরি শিক্ষাই যুব শক্তির হাতিয়ার: অধ্যক্ষ ইঞ্জি. মাহবুব হায়দার
- আপডেট সময় : ০৮:৫৭:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫ ৫৩ বার পড়া হয়েছে
এসেট প্রকল্পের আওতায় অভিভাবক, শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি পেশার মানুষের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ সম্পর্কে সুষ্পষ্ট ধারণা প্রদানের লক্ষ্যে ‘আউটরিচ ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে সচেতনামূলক এ ক্যাম্পেইনের আয়োজন করে নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ।
এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এর অধ্যক্ষ প্রকৌশলী মোঃ মাহবুব হায়দার। এসময় উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এর অধ্যক্ষ নাসরিন আলম, জব প্লেসমেনট অফিসার মো: মহাসিন সরদার, সিসিইআর পলিটেকনিক ইন্সটিটিউটের বিভাগীয় প্রধান (কম্পিউটার) মোহাম্মদ রফিকুল ইসলাম রনিসহ শিক্ষা প্রতিষ্ঠনের শিক্ষক, কর্মকতা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
কারিগরি শিক্ষই যুব শক্তির হাতিয়ার” উল্লেখ করে অধ্যক্ষ প্রকৌশলী মোঃ মাহবুব হায়দার বলেন, ‘আমাদের এই ক্যাম্পেইনের উদ্দেশ্য হচ্ছে কারিগারি শিক্ষাকে সম্প্রসারিত করা। সরকার দেশের সর্বত্র কারিগরি শিক্ষা সম্প্রসারিত করতে যাচ্ছেন, সেটা সফল করা। যুবক-যুবতীদের কর্মক্ষম করে গড়ে তোলার লক্ষ্যে এসেট প্রকল্পের আওতায় বিভিন্ন মেয়াদী বিভিন্ন কোর্স চলছে। এই ক্যাম্পেইনের মাধ্যমে যুবক সমাজ এটির সাথে সম্পৃক্ত হওয়া সহজ হবে। এছাড়াও আমাদের এসএসসি, এইচএসসি এবং ভোকেশনাল কোর্স চলমান রয়েছে। এছাড়া আমরা চাকরির বিভিন্ন ক্ষেত্র তৈরি করছি। যাতে করে কোর্স শেষে শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে যোগ দিতে পারে। আমাদের জব প্লেসমেন্ট সেলের মাধ্যমে চাকুরির প্রাপ্তির সহয়তাও দেওয়া হবে।
ক্যাম্পেইনে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ সমূহ সম্পর্কে সবাইকে অবগত করা হয় এবং উপস্থিত সকলের মাঝে লিফলেট ও হেল্পলাইন ষ্টিকার বিতরণ করা হয়।
এ প্রকল্পের আওতায় ৪ মাস মেয়াদী কোর্সগুলো নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে অনুষ্ঠিত হবে। এ কোর্সে কম্পিউটার অপারেশন লেভেল-৩, রেফিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং লেভেল-১, ওয়েল্ডিং লেভেল-১, নীট সুইয়িং মেশিন অপারেশন লেভেল-২, কনজ্যুমার ইলেকট্রনিক্স লেভেল-১ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
এই সম্পূর্ণ ফ্রি শর্ট কোর্সে অংশগ্রহণকারীরা যাতায়াত ও নাস্তা বাবদ ১০০ টাকা, সিবিটিএন্ড এ সার্টিফিকেট, মাসিক বৃত্তি হিসেবে মহিলাদের ২ হাজার টাকা ও পুরুষদের ১৫’শ টাকাসহ জব প্লেসমেন্ট সেলের মাধ্যমে চাকুরির প্রাপ্তির সহয়তা দেওয়া হবে। এ কোর্সে চারটি ধাপে মোট ৪৪৯ জন শিক্ষর্থী প্রশিক্ষণ নেবেন। চলমান ধাপে (সাইকেল-০৪) সকল বিষয়ে ২৪জন করে মোট ১২০জনের আসন নির্দিষ্ট আছে।
এছাড়াও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৩-৬ মাসের একটি জাতীয় দক্ষতা প্রশিক্ষণ কোর্স চলমান আছে। এ কোর্সে কম্পিউটার অফিস এপ্লিকেশন, মোটর ড্রাইভিং, কনজ্যুমার ইলেক্ট্রনিক্স, সুইয়িং মেশিন অপারেশন ও রেফিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। আরও কিছু শিক্ষা কার্যক্রম চালূ আছে। সেগুলো হলো প্রি ভোকেশনাল, এসএসসি ভোকেশনাল (৯ম ও ১০ম শ্রেণি) ও এইচএসসি ভোকেশনাল (একাদশ ও দ্বাদশ শ্রেণী)।
প্রি ভোকেশনাল কোর্সে সাধারণ শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের একটি বিষয়ে প্রাথমিক কারিগরি জ্ঞান প্রদান করা হয়। এ কোর্সে শিক্ষার্থীর আসন সংখ্যা ৩৬০ জন। এসএসসি ভোকেশনাল কোর্সে রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং, ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন, জেনারেল ইলেক্ট্রনিক ও অটোমোবাইল এন্ড অটো-ইলেকট্রিক বেসিকস বিষয়ে পাঠদান দেওয়া হয়। প্রতি বিষয়ে ৮০জন করে এই কোর্সে মোট আসন সংখ্যা ৩২০ জন। এছাড়াও এইচএসসি ভোকেশনাল কোর্সে অটোমোবাইল, ইলেকট্রনিক কন্টোল এন্ড কমিউনিকেশন, রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং, ওয়েল্ডিংএন্ড ফেব্রিকেশন বিষয়ে পাঠদান দেয়া হয়। এ কোর্সেও প্রতি বিষয়ে ৮০জন করে মোট ৩২০ জন।
বিশেষ এই কোর্সে শিক্ষার্থীরা শুধুমাত্র প্রতিমাসে ১০ টাকা (মেয়েদের বেতন ফ্রি) দিয়ে পাঠদান কার্যক্রমে অংশ নিতে পারবে। প্রতিবছর উপবৃত্তিতে ৩৬০০ টাকা পাবে (ছাত্রী ১০০%, ছাত্র ৭০%)। শিল্প-সংযুক্তি প্রশিক্ষন ভাতা প্রত্যেক শিক্ষার্থীর ১২০০ ও দ্বৈত্ব সনদায়ন ব্যবস্থার সুবিধা পাবে