মাঠে ফেরার তাড়া আছে, তাড়াহুড়ো নেই: সৌম্য
- আপডেট সময় : ০৫:১৫:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫ ২ বার পড়া হয়েছে
ওয়েস্ট ইন্ডিজ সফরের টি-২০ সিরিজে ইনজুরিতে পড়েন সৌম্য সরকার। এরপর মাঠের বাইরে আছেন। বিপিএলের অর্ধেকটা হয়ে গেলেও মাঠে নামতে পারেননি তিনি। চট্টগ্রাম পর্বেও বাঁ-হাতি এই ব্যাটারের খেলা অনিশ্চিত।
তবে রংপুর রাইডার্সের অনুশীলনে ফিরেছেন সৌম্য। মাঠের অনুশীলন স্বস্তি দিয়েছে বলে জানান লম্বা সময় পর ফর্মে ফেরা এই টপ অর্ডার ব্যাটার।
মাঠে ফিরতে মুখিয়ে আছেন সৌম্য। তবে তাড়াহুড়ো করে ফিরতে চান না বলেও জানিয়েছেন। রংপুর রাইডার্সের ম্যাচ চলাকালীন বিপিএল সম্প্রচার করা টিভি চ্যানেলকে সৌম্য বলেন, ‘মাঠে এসে অনুশীলন করেছি, এটা সবচেয়ে ভালো লেগেছে।
তৃতীয় দিনের মতো ব্যাটিং করলাম। আস্তে আস্তে উন্নতি হচ্ছে। যেহেতু আমরা ক্রিকেটার, মাঠে এসে কাজ করতে সব সময়ই ভালো লাগে।’
চোটের উন্নতি সম্পর্কে বাঁ-হাতি ব্যাটার সৌম্য জানান, ব্যাটিং শুরু করলেও এখনো ফিল্ডিং শুরু করতে পারেননি তিনি। ফিজিং এগুলো দেখভাল করছেন। সেভাবেই এগোচ্ছেন। ফিজিও-চিকিৎসকদের সঙ্গে কথা বলে এগোতে হবে। তিনি আরও জানান, তিন দিন ব্যাটিং করে ফিজিওকে আপডেট দিয়েছেন তিনি। তারা আরও কিছু কাজ দিয়েছেন।
বিপিএলে ফেরার প্রশ্নে সৌম্য বলেন, ‘চেষ্টা করছি (দ্রুত ফেরার)। তবে জোরাজুরি করলে হিতে বিপরীত হতে পারে। পুরোপুরি না সারলে বরং বেশি ঝুঁকি। তাড়াহুড়ো করে নেমে গেলে আবার আঘাত লেগে গেলে সারতে এক মাসের জায়গায় দু’মাস লেগে যেতে পারে।
আমি, চিকিৎসক, রংপুর রাইডার্স, সব পক্ষ মিলে কথা বলেই ঠিক করতে হবে। চেষ্টা করবো যেখানে শেষ করেছি, সেখান থেকেই শুরু করার।’
সৌম্য সরকার বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে আছেন। লিটন দাস দলে জায়গা না পাওয়ায় টপ অর্ডারে ব্যাটিংয়ের ভার বাইতে হবে তাকে। এর আগে বিপিএলে ফিরে রান করতে পারলে সৌম্যর পাশাপাশি স্বস্তি ফিরবে বাংলাদেশের ক্রিকেটে।