এবার রাজশাহীর নতুন অধিনায়ক তাসকিন
- আপডেট সময় : ১২:০৫:০৪ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫ ৩ বার পড়া হয়েছে
বিপিএলের মাঝপথে নেতৃত্ব বদল নতুন কিছু নয়। এবার দুর্বার রাজশাহী এনামুল হক বিজয়কে সরিয়ে দলের নতুন অধিনায়ক হিসেবে তাসকিন আহমেদের নাম ঘোষণা করেছে। রাজশাহী টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, বিজয়কে চাপমুক্ত করে ব্যাটিংয়ে আরও মনোযোগী হতে সহায়তা করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দলের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ব্যাটিংয়ে পুরোপুরি মনোনিবেশ করার জন্য এনামুল হক বিজয়কে অধিনায়কত্বের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। টুর্নামেন্টের বাকি অংশে তাসকিন আহমেদ নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।’
চলতি আসরে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করছেন এনামুল। এখন পর্যন্ত ৮ ম্যাচে ৩২৪ রান করে তিনি বিপিএলের শীর্ষ রান সংগ্রাহক। সর্বশেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে ৫৭ বলে সেঞ্চুরি (১০০ রান) করেও দলকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেননি।
ওই ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়কে আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা যায়। তার এই চাপমুক্তি এবং আত্মবিশ্বাস পুনরুদ্ধার করতেই নেতৃত্বের পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট।
অন্যদিকে, তাসকিন আহমেদ এবারের আসরে দুর্দান্ত বোলিং ফর্মে আছেন। ৮ ম্যাচে ১৮ উইকেট নিয়ে তিনি বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি। তাসকিনের অভিজ্ঞতা এবং ফর্ম কাজে লাগিয়ে রাজশাহী বাকি ম্যাচগুলোতে নিজেদের লক্ষ্যের পথে এগিয়ে যেতে চায়।
দলের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ‘আমরা বিশ্বাস করি, তাসকিন আহমেদ মাঠে ও মাঠের বাইরে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তার নেতৃত্বে রাজশাহী টুর্নামেন্টের লক্ষ্য অর্জনে সফল হবে।’
বিপিএলে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় চিটাগং কিংসের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী।